সূর্যকে টেনে হিঁচড়ে অস্তমিত করি,
উন্মাদনার উল্লাসে আঁধার জড়িয়ে ধরি;
প্রগৌণ খাদকের রসালো ঝাল-চচ্চড়ি,
খায় রূপকথার ন্যাকামি ভুরি ভুরি।
দূষিত পাপের বিশাক্ত মেঘের আস্তরণ,
অ্যাসিড বৃষ্টি হয়ে ক্ষত করে প্রতিক্ষণ;
উঁচু অট্টালিকায় শুয়ে থাকা সুধীজন,
দম আটকে দাঁত চেপে বাঁচে বাকি জীবন।
মাংসের দলাটা আজ টিউমার হয়েছে,
উগ্র মেটাস্টাসিস আজ সর্বাঙ্গে ছড়িয়েছে;
নীতিহীনতার দম্ভে যাঁরা সর্বসুখ কিনেছে,
যেনে রাখ- সবারই আগামী জনু রয়েছে।