আমি পুনরায় ডুবে যাবো
আর রীতিমত হাসতে হাসতে ভেসে যাবে তুমি
এই ভেবে শংকাতুর নখের কলমে
কতদিন আমি আর গোলাপের গল্প আঁকিনা
কতটা এড়িয়ে চলি বাগানের বায়ু
অবিরত উড়িয়ে দিয়ে কল্পনার রোদের সাঁজোয়াযান
আসমান আঁচলে ঢেকে ভোলা ভুল চোখ
উৎসুক উনুনে ঢেলে বেদনার পানি
আমি এখন ক্ষুধার্ত পিত্তিতে দেই পরিমিত
ভয়ের বাসনে ভাঁজা জীবনের আয়ু
আমি পুনরায় ডুব দেব, হা হা হা হা
আর তুমি চতুর চক্রবাঁক ডুবিয়ে দিয়ে অতলান্তে
ভাসতে ভাসতে হাসতে হাসতে
আমার সব অক্ষর বাক্য অবলীলায় বিকিয়ে দেবে হাটে!