আমারও ইচ্ছে করে নির্মলেন্দু গুণের মতো-
অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে বলি 'দূর হ দুঃশাসন'

কিন্তু অসহায় হাতের তালুতে হায় সবে ধন নীলমণি,

বিকল্প আছে যাহা, পাক সার পাক সার,
মানুষের আদলে কিছু দেশদ্রোহের নাপাক বীর্য ঝরা পাপ।

🟩

আমারও ইচ্ছে করে ভোট ফোট
গণতন্ত্র রক্ষা নামের নট নটীদের করি নিন্দাবাদ

কিন্তু আমার খুব মনে পড়ে আসাদের রক্তাক্ত শার্ট,

গণতন্ত্র রক্ষার নামে কার হাতে গোলাপ দেবো
যারা স্মৃতিসৌধে নিয়েছিলো ঘাতকদের পতাকা উড়ানো গাড়ি?

🟩

আমার বিষম ইচ্ছে করে হই নুর হোসেন, ডাঃ মিলন
মিথ্যাচারী, প্রতারকের বিরুদ্ধের মিছিলে আমারও প্রাণ যাক


কিন্তু আমার রক্তে যদি আগস্ট পনের কিংবা একুশ হয়ে যায়,

আগস্টের খুনিরা ক্ষমতায় এলে খুব ভুল হয়ে যাবে
তাই অন্ধকার অতলে তবু লালসবুজ পতাকা ভাল থাক।

🟩

ইচ্ছেরা উড়ো মেঘ, গোলাপী শূকরের খেঁক ভুলে
অন্তর অতন্দ্র জলে পূতঃ হোক  ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

কয়েছ আহমদ বকুল
প্যারিস