আমি আমাকে, এবং আজকাল সকলেই সকলকে
লুকিয়ে রাখে খোলসে
কবিতার বাক্য বন্ধনির মতো অনর্থক মানুষ
প্রায়শ্চিত্যের আড়াল তুলে বৃথা বাঁচে, বৃথা অর্থহীন।

সংকল্প পশুর প্রয়াস, মানুষ বরং খেরোখাতায়
পরাজিত গল্পের করে চাষ, আজকাল বেহায়া
নিভৃতের স্বর্গ খোয়াব মানুষ থেকে দৃঢ় চেতা
পশুগুলো প্রত্যয় প্রাচুর্য্যে পুষ্ট খুব।

পশুদের ধর্মনেই, মানুষেরা ধর্মকর্মে বিভাজিত রোগ
উৎসুক যন্ত্রণা ভেঙে পশু ভীষণ বাঁচতে জানে
মানুষেরা গর্তমুখী, মর্তভোগী মানুষেরা-
স্বর্গ নরকের অংকে ললাটের দাগ।

আমিও আমাকে, এবং তুমি সে উনি
ঊনজীবনে অন্তরঙ্গ স্বজীবনের খুনী।