তুমি চলে যাচ্ছ
যেমন মানুষ যায়, ফুল এবং পাখি
যেমন বৃষ্টির মৃদু ঢেউ পাহাড় ভেঙে
যেমন জোৎস্নার ফাঁকে ফাঁকে মেঘ
যেমন ক্লান্ত ব্যথিত চোখের সন্ধ্যায় বিন্দু বিন্দু জল
তুমি চলে যাচ্ছ বিষন্ন ঝিঁঝি বিলাপ হয়ে স্বাধীনতা।
টের পাচ্ছি তুমি চলে যাচ্ছ
অস্থির অন্ধকারে দাঁড়িয়ে প্রথম থেকেই টের পাচ্ছিলাম
নৌক ডুবাচ্ছিল মাঝিরা নিজেই
ধানের বংশ নির্মূল করতে করতে ওরা ভুলে যাচ্ছিল
এখানকার মানুষের রুচি বিশ্বাস এবং আনন্দ,
এরই সুযোগে শেয়ালের দল লোভী সারমেয় সঙ্গে বেঁধেছে বন্ধন।
তুমি চলে যাচ্ছ
লাল সবুজ ম্রিয়মাণ
পাক সার গ্রাস করছে আমার সোনার বাংলা
পিতা মুজিবই কেবল শক্তি হয়ে এখনো বহমান প্রাণে
অবিরাম, অগণন অবমানে বঙ্গবন্ধুর তর্জনীতে সাহস খোঁজে স্বাধীনতা
তোমাকে রক্ষায় ফের প্রাণ দিতে প্রস্তুত হচ্ছে জয় বাংলার দামাল জোয়ান।