তোমাকে, অধিন্যস্ত চাঁদ
🟩 🟩 🟩
মানুষ অস্তিত্ব জানান দিতে নোংরা রোদ
নর্দমা জীবের মতো হয়ে উঠে কিলবিল,
অথচ ঝিলমিল আলোময় তাদের ও থাকে কত
অবিরত মেধাপূর্ণ পুরাতন সন্ধ্যার ফসিল।
🟨
যদি থাকে মগজে মগজ, যদি করিৎকর্মা হাত
অনেক আঘাত ভেঙে, নীরবে সয়ে সূর্য রাগ
বিরাগ স্রোতের পথে পারে মানুষ করতে নির্মাণ
আসমান সমান এক আপন আনন্দ বিজ্ঞ-বাগ।
🟨
অস্তিত্ব জানানের নেশা, আহা নেশা মেধাক্ষয়ী রোগ
সময়ভোগে কত হারিয়ে যায় সম্ভাবনার পাখি।
আঁখি খুলো, অতন্দ্র হও, সাধারণ সারিতে সুপ্ত চাঁদ
ভুলে অপবাদ, শুনো সব সময়ের শুদ্ধ ডাকাডাকি।
প্যারিস
০৫/০৪/২০২২