তোমার টিস্যু হাত
আমার বরাত থেকে মুছেমুছে কষ্টের কালি
নিষ্পাপ চোখের মতো
মনের নৌকতে ভাসায় বিশুদ্ধ কথার কৃতাঞ্জলি।

মিলনে শ্বাসরুদ্ধ
আকাশ রোদের আশা তুমি আঁকো নিদ্রাচ্ছন্ন চোখে
অন্ধ রাত পেছনে ঠেলে
আমি খুব ঠাঁই নেই দূরগতা আন্ধার সম্মুখে।

তোমার রাজকুমারী হাসি
আজো ভাসি ভেবে এক সশস্ত্র নদী
ঘুমিয়ে পড়ার আগে
বুকে খুব লোভ জাগে অকস্মাৎ আগুন হও যদি।

আমার অরণ্য একা
একা আমার সোনালী খামের ভেতর তুমি
সাত সমুদ্র দূর
দুষ্ট  দৈত্যের মতো শাসন করো এই বুকভূমি।

মর্গের ভেতরে  গেলে
অলৌকিক আয়না  হাতে এসে
লাল ঠোঁট, নরম কামড়
আমাকে জাগাবে তোমার বিমল প্রশ্বাসে।

তোমার পাখি চোখ
তোমার কুসুমের মতো ডানা
এলোমেলো, অবিশ্বাস
একজীবনে হয়নি তোমায় জানা।


১২ নভেম্বর ২০২২
প্যারিস