আত্মজা আমার
তোমার ছোট ছোট কচি পা
এই শহরের মাটি স্পর্শ করে তা পবিত্র করে দিয়েছে মা।
আমার কাঙাল অথর্ব হাত
বুকের সংঘাত সংক্রমণে তোমার থেকে দূর থেকেছে অনিবার
অথচ এইবার তুমি বাবার শহরে ফুল-পরী।
তোমার চঞ্চল চোখের অঙ্গীকার
সেঁন অববাহিকার পথে অবিরত সাহসের সঞ্চার করবে জানি।
অভিমানী মায়ের শেষ ধন
অনীল আসমানের মতন তুমি তার একলা আকাশ
আহ্নিক নিঃশ্বাস তার,
বাবার সৎকার দিনে মৃত কপালে রেখ হাত।
আজন্ম নিঃস্ব জেনে
নিজেকে ধিক্কার কত দিয়েছি আশাহত পথে
সংহত শান্তির মতো মেয়ে
বাবার নির্বাসন শহরে এসে সমৃদ্ধ করেছ রাত্রদিন।
প্যারিস
১২ সেপ্টেম্বর ২০২৪
বৃহস্পতিবার।