♦️
অতন্দ্র অক্ষরের কাছে নিভু নিভু পিদিমের রাতে
অভিযোগ করেছি কত নীল ফল, তোমার বরাতে।

♦️
শঙ্কাকাল পুষে বুকে, চোখে রেখে হাসির জোনাক
একলা ব্যথার মতো বাঁকে বাঁকে উড়ে জল-কাক।

♦️
অনেক শ্লোগান শেষে, অধিকার ম্লান মৌণ ঘ্রান
ফেরারি পাখি বুঝে বর্ণবোধ, অচেনা আসমান।

♦️
হাসি পায়, মর্মাহত, সুদূর মুগ্ধতা তোমার চোখে
হাত ধরে হয়নি বসা সামান্য অগ্নির সম্মুখে!

♦️
আমার অধরে রাখা অধীর স্পর্শরাশি বোকা  
প্রত্যহ প্রলাপের এক সুচেনা সচেতন ধোঁকা।

♦️
সীমান্ত শেখায়ে নদী, বিন্যস্ত প্লাবণে বসবাস
তথাপি সতর্ক চোখ চিরন্তণ উন্মনা উদাস।

♦️
পাখি গায়, আহ, বিষন্নতা বুঝার সাধ্য কার?
গানে আনন্দ খুঁজা শ্রোতাকূল ধ্রুব নির্বিকার।

♦️
সুবোধ শিশুর মতো বুকের বোতামে রাখা মুখ
অঢেল কৌলীন্যকালে, প্রার্থনা, পুনঃ স্মৃত হোক।