নৃশংস সময় শেষে


নৃশংস সময় শেষে এসো এক পয়মন্ত বিকেলে
হাতে হাত
চোখের নীহারিকা ভেঙে
সলজ্জ চিবুক শাসনে মৃন্ময় জলের সাঁতার



অলক্ষ্যে শ্রাবণ আসে
অন্ধকার স্তব্দ করে নিপুণ আকাশ
মূর্ছা যায় আগুন রঙ্গের আশা গান
অচেনা অভিমান ক্ষুরে খায় সাধের বিলাপ



দুঃখ ভুলে যেতে নেই
বিলাপও পুতঃ করে উজান স্রোতের গতিধারা
সবহারা নৃশংস সময় শেষে
ব্যাকুল গোলাপ এক খোঁপার মধ্যাহ্ন খুঁজে বেশ।