কাছাকাছি অনেক ঈশ্বরের বসবাস
গয়া- কাশী- মক্কা;
নদীও মধ্যাহ্ন মন্দিরের মতো
অবিশ্বাসী অনুগত যমুনায় হয় নিম্নগামী
আর রীতি মেনে প্রশ্বাস আমার
তোমার উর্বর নাভীতে খুঁজে দ্বীন।
তোমার কি মনে আছে ছিঁড়ে দেয়া অটুট ফিতা
গুস্যা স্পর্শে কান খসিয়ে কেড়ে নেয়া ঝুমকা ঝুমুর
মনে আছে; মনে নেই
অথচ রীতি মেনে প্রত্যাগত প্রহরগুলো
প্রশ্বাস বন্ধনে বৃন্দাবন।
সুখ - উল্লাস, নিঃস্ব - নিরাবরণ
অর্ধেক অঙ্গ তুমি উদ্বাস্তু অর্ধেক আমার
তথাপি চিত্তহাহাকার, সুচিন্তিত বোধ
যৌথ আগুনে একা ভ্রান্ত উদভ্রান্ত রোদে
হুদাই পেছনে টানে প্রশ্বাস মাতাল।
তুমি দূরে, তুমিই অভ্যন্তরে একা
তুমি মান, আসমান ভাঙা প্রশ্বাস রীতি রেখা।