বংশানুক্রমে আমি কৃষক
এখনো হাল চাষে ব্যস্ত খুব মনের কোদাল
জল সেচা দুপুর সেঁতার স্বরে
অনুর্বর উরুতে তোমার রোপন করি ভুল ঋতু বীজ
সারাদিন নিংড়ানো শেষে গভীর রাতে কিঞ্চিত পোকা উপদ্রব
কৃষাণ করুণ চোখে স্বপ্নেরা হিজিবিজি
প্রত্যুশ পান্তাতে সাজে প্রাত্যহিক তোমার সরল
আমি কৃষক, তোমার চেনা গাঁয়ে থাকি
তোমাকে আপন ভূমি ভেবে
গাল কপাল নিতম্ব নাভীর জমিন জলে
ক্ষুধার্ত লাঙ্গল চিহ্ন আঁকি।