অর্ধনমিত পতাকার বাংলাদেশ
➖➖➖➖➖➖➖➖➖

একটি অর্ধনমিত পতাকা দেখি আমি প্রতিদিন,
প্রতিদিন শোককাল, বেহায়া নগরে তবু মানুষের চলে চলাচল।

আমার কোন কন্যা সন্তান নেই,
একটুখানি রোগকাবু কিংবা হলে মনখারাপের ব্যামো
আমার খুব ইচ্ছা করে মেয়ে আমার, পৃথিবী আমার
তুলতুলে হাত তার রাখুক আমার বুকের মধ্যিখানে,
আমার মেয়ে নেই, হতাশ হই,
চোখগুলো জ্বালা করে নদী হয়ে যায়।

আমার খুব কষ্ট নিয়ে কান্না নিয়ে ভাবতে ইচ্ছে করে
একটি উজ্জ্বল পতাকার বাংলাদেশ
আমার মতোই মেয়েহীন হোক
ঘরে ঘরে বন্ধ হোক কন্যা জন্মদান,
যে দেশ পাষন্ড খুব যে দেশ ধর্ষক লালন করে
যে দেশ ক্ষমতার জোরে ছিঁড়ে ছিঁড়ে খায় তার মেয়ের শরীর,
সেই দেশ মুর্খ্যদের
সেই দেশের অর্ধনমিত পতাকা তার শাসকের স্বর।