মানুষ পশু উপাখ্যান
** ** ** ** ** ** **
মানুষের ভীড়ে একদিন মিশে যায় পশুরাও
দিনের আলোয়, রাতের জ্যোৎস্নায়
পাথর চোখ কাতর হয়ে থাকিয়ে দেখে
অগ্নিতে ঘুম বৃষ্টির মতো ফুটে নীল দাঁত
আচ্ছন্ন রক্তেল হাত এলোমেলো আকাশ হয়ে যায়।
❑ ❑
কবিতা ভালোবাসা-বাসির মতো কোন বিষয় নয়
বরং দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফেরা, মানুষের শিশু
ভদ্রলোকেরা যখন ঘুমায় শান্তিতে, প্রিয়তমায়
শ্রান্ত অক্ষর বাক্য দয়িতার মতো কবিতায় টেনে টেনে
বলে কবি দ্বিধাগ্রস্থ, মানুষের ভীড়ে খুব পশু মিশে আছে।
❑ ❑
মানুষের ভীড়ে একদিন মিশে যায় পশুরাও
বস্তুতঃ ক্রমান্বয়ে পশুদের দল বড় হয়
আষাঢ় ক্রন্দনের মতো দীপ্ত মানুষের চোখ
গলিতে গুলিতে ঝাঁঝরা হয়ে পরাজিত হয় মীমাংসায়
পৃথিবীর বয়সের মতো বিক্ষত বারবার মানবতাবোধ।
❑ ❑
কবিতা হাসাহাসি কিংবা হিংসার মতো কোন বিষয় নয়
তবে মানুষের ভীড়ে মেশা পশুদের হ্রদে-
কবিতা অগ্ন্যুৎপাত, সুনামির মতো ভীত ঢেউ
কেউ থাকেনা যখন অরণ্য অন্ধকারে, শব্দের দেরাজ খুলে
কবিই বলে দেখ, মানুষের মধ্যে আছে পশুদের আধেক।
❑