মানুষ মিছে মিছি দুঃখ পায়,
যাত্রাপালা, প্রগাঢ় অভিনয়ে ডুবা একটি জীবন
পাথরে পাথর ঘষলে আগুন জ্বলে
আর মানুষে মানুষ মহারাজ , সন্ধ্যার আকাশে লাল পরী ।


নষ্টতম উন্মোচনের  অপর নাম মানুষ ,
আমিও সমানতর , কালো নীল সমারোহ মানুষ জীবন
এই ভুল মায়াজালে সূর্যাস্ত যমুনায়
কদাচিৎ ব্যতিরেকে সকলেই সনাতন অতীত ফিরে পেতে চায়.

বিশ্বাস কর মিছে সব সুখও এখানে
প্রসঙ্গ পাল্টায়ে কেবল মগজের রূপান্তর খেলা
কেউ একজন ছিল আমার, বলা চলে মর্ত্যবোধ
সে যেমন যায়নি মরে, আমিও কি রয়েছি একেলা?

শীতকাল শীতকাল,গ্রীষ্মের আপসোস তুমি জানো?
অথচ উড়াল প্রলাপে ভেসে আসে কিছু আর্তনাদ প্রতিদিন
পদাঘাত ভুলে মানুষ ভাবে বুঝি শীতই শেষ সত্য
চিরকাল অস্থির এই হিম থেকে যাবে!

মানুষ মিছে মিছি দুঃখ পায়
মানুষ ভুল করে সুখে ভাসে
সবটুকু আঁধারের মতো সবটুকু আলোও তোমার
হে মানুষ তুমি যদি পাহাড় পুঞ্জ ব্যথা, তুমিই সত্য তবে অতল জলাধার।