মানুষ কাব্য

  ❑ ❑

মানুষের লোভের জিহবা দেখে
আমার ভেতর শ্রদ্ধার মণিহার
ভ্রমণক্লান্ত গুচ্ছ চোখের মতো
চুপসে যেয়ে লুকায় বারংবার

একি, মানুষ সামান্য সস্তায়
বিকিয়ে দেয় আত্মগত সুখ
ভালোবাসা, অসম্ভব চুমুর চিহ্ন
কী পিরীতে মুছে দিতে বেফানা উন্মুখ

মন খারাপ দুপুরের দিকে
লজ্জ্বা চোখে তাকাতে সংশয়
ক্রমাগত মানুষের লোভের লালা
আর দেখি বিতিকিচ্ছিরি তীব্র অভিনয়

আকাশে নক্ষত্র রাত শীর্ণকায়
ঝোড়ো রাতের মতো কাঁপে ক্ষুদ্র হাত
মানুষের পৃথিবীতে লোভের মানুষ
নিজেরে প্রতিষ্টায় করে মানুষে আঘাত।

প্যারিস
১৩/০১/২০২৩