মেঘেরা আমার মেয়ের মতো উতলা আনন্দদায়ী
নিছক নিয়ামক, বেঁচে থাকা লোভ
মেয়ে চোখ দেখে বুকে জাগে খুব
পূব অরণ্যে হারানো আশিস আশাহতে পরিযায়ী
খাঁ খাঁ আকাশের মেঘেরা মেয়ে, কন্যা আনন্দদায়ী।
পথে পথে ভুল, কাঁটা অবিরাম, লজ্জা নত চোখ
মেয়ে এসে কাছে হেসে যদি বলে
সব অপবাদ ভাসায়ে অতলে
ফুলে ভুলে গাঁথা পৈতৃক আধুলি বিণুনীতে উন্মুখ
আত্মজা আলোয় উদ্ভাস হবে জল সিঞ্চিত চোখ।
পৌঢ় শরীরে পতনের বাঁশি বে সুরে বাঁধে যে গান
মেয়ে মাধুরী মেশায়ে সে সুরে
আমাকে ফেরায়ে নেয় সে দুপুরে
সুদূরের কোন আফিম উল্লাসে লুকানো জীবনের তান
কন্যা কবিতা, অক্ষর বাক্য জীবনের সত্য গান।
ওপারে মেয়ে, সীমান্ত আড়ালে, সাত সমুদ্র দূর
তা বলে পিতা পরাজিত ভুল
ছুঁবেনা বুক স্নিগ্ধ বকুল
ফুল পাখি গান মিছে হয় হোক, বাবাতো সমুদ্দুর
কন্যা আনন্দ বুকে নেবে টেনে থাক সে যতদূর।