এক মর্মান্তিক বিদ্যাপীঠ জীবন,
সর্বশ্রান্ত কলমও এখানে অনর্গল আধ্যাত্ম আনন্দের কথা বলে।
অখন্ড প্রতাপ ঘেরা তুচ্ছ তর্কাতর্কি এবং জল
আশালতা চূর্ণ-বিচূর্ণ রঙে মিশে যায় বৈকালিক রোদের আভায়।
সয়ে গেছে সয়ে যায়
মর্মপীড়ায় তবু কিছু আচ্ছাদন লেগে থাকে লাল অনির্বাণ।
সূর্যসুরা শোকাচ্ছন্ন সরল জীবন
সফেদ কাপড়ের ভাঁজ, বিভাজিত অন্ধকারে আকুল উত্তাপ।
লোভ ডর ভেঙে চলা
অতন্দ্র শিক্ষালয়ে কেবল শিখেছি সুখ মানুষের বিগলিত সুখে।