সাজাইনি তো খাট পালঙ্ক বা ভালবাসার ফুলাচার
কাশভষ্ম অন্ধকারে যুগল মৃত্যুর ভুল সাঁতার,
নাই কী মনে অমূর্ত প্রীত, দ্বৈতবাসের নশ্বর রাগ
তীক্ষ্ন নদে ভেসে যাওয়া ওগো বুকের পূর্ব ভাগ?
সেদিন আমি কেমন নষ্ট, করুণ কষ্ট বুক বনে
জানি বিষম বিস্মৃত আজ চোখপ্লাবনের ঢেউ ক্ষণে
অংকুরিত সেই পিপাসা আজও তীব্র জ্বলমান
দুর্বিনীত শপথ, তোমার ঠোঁট আঘাতের অবমান!
খুলে খোঁপার বকুল কাঁচা তুমি দারুন আগুনময়
সবটুকু চোখ জ্বলছে আমার সেই আগুনে সুপ্ত লয়
সকল জ্বলা নিজস্ব খুব, জ্বলছে অক্ষর বাক্য শব
অস্বীকারেই শান্ত তোমার মিথ্যাবোধের অনুভব,
তুমি নিপুণ মিথ্যাবাদী, কেউ দেখেনা অভ্যন্তর
সেইতো ভাল লুকিয়ে রাখা গুপ্তকালের সুখ প্রহর
আমি বরং ভন্ড বোকা বর্ণ খেলায় হয় নিঃশেষ
মিথ্যে বলা চোখে তোমার অনুকম্পার জাগছে রেশ।
ফুলের মতো একটি বিকেল কিংবা ভ্রান্তি এই মনের
কাশ আসনে সহজ মরণ. শ্রেষ্ট মিলন দুইজনের
না ছিল না, খাট পালঙ্ক বা ভালবাসার ফুলাচার
তাইতো দূরে,অমোঘ দূরে। ইতি, তোমার মিথ্যাচার।