একটি উত্তুঙ্গ প্রেমের কবিতা

🟨 🟨 🟨 🟨 🟨 🟨 🟨

আমি আমাকে মঞ্জুর করেছি তোমার করতলে
লুকিয়ে রেখো, ঘষে মেজে, শাসন করে
ইচ্ছে হলেই ঠোঁটের গোলাপ গ্রীবায় তোমার
যত্ন করে ছুঁইয়ে দিও। আমি তোমার আদিঅন্ত।

🌿

চোখের দিকে তাকিয়ে বলো যা ইচ্ছা তা, যখন তখন
চুলগুলো খুব এলোমেলো, ভুলগুলোও
পরিপাটি করতে পারো, শুধরে দিও
আমি আমার অশিষ্ট ঘাত তোমার হাতে তুলে দিলাম।

🌿

বুকের কাছে, বাম পাঁজরে ব্যথা আছে
এই বয়সে কমে গেছে দৃষ্টিসীমা,
হাঁচি কাঁশি পৌঢ় রোগে কাবু আছি ভীষণ রকম
তোমার শ্বাসের কাছাকাছি থাকলে কিছু পত্য হবে।

🌿

তোমার একটি বাগান আছে, গোলাপ বেলী
সেই বাগানে পরিশ্রমের ঢালবো তরল
চাইলে তুমি একটি বকুল কুড়িয়ে, কেড়ে
তোমার গুচ্ছ খোঁপার বাঁকে জড়িয়ে দেবো।

🌿

আমি আমার ক্লান্ত শরীর, উদাস হাসি
তোমার ভালোবাসা-বাসীর দাবির কাছে
ছড়িয়ে দিলাম, আগলে রেখো আদর হাতে
ত্যক্ত রাতের  নিপুণ ভীতা, সন্দিগ্ধ সবিতা।


প্যারিস
১১/০১/২০২২