চাইনি তোমার কপাল টিপে ছুঁয়া থাকুক হাতের
চাইনি খোঁপায় দিতে চাঁপা, আদর জোনাক রাতের
চাইনি টেনে কাছে
অতন্দ্র রাত হাসি কান্নার মান অভিমান মিছে,
সত্যি তোমার ঠোঁটের কসম কিংবা কাঁপা বুকের
আমি চির চাতক ছিলাম তোমার কিছু সুখের
চাইনি বাসো ভালো
দূরে তবু অনেক সুখের সোহাগ প্রদীপ জ্বালো,
তোমার উজল চোখের ভাষা কিংবা আঙুল বাণী
বিষম আজো চোখের কোণের অথৈ কানাকানি
চাইনি কভু ভুলে
তোমার মধ্যের অনন্ত মৌ মিশুক কাদা জলে,
তুমি আমার অক্ষর খেলা কিংবা ভাষা রীতি
তুমি আমার উদাস পায়ের পথ চলা পিরীতি
চাইনি তবু ফিরে
দেখি তোমার অধর কাঁপন ঈশ্বরা অস্থিরে,
চাইনি তোমায়, চাইনি তোমার ঐশ্বর্য রাত দিন
চাইনি কারণ চেয়েছিলাম থাকবে কুলষহীন
ভুল করেছি বোকা
জেনেছি আজ উগ্রনদী জীবন তোমার ধোঁকা।