তোমার সৌখিন সন্তাপ পোষে
দেখ এসে এদেহের উত্তর অরণ্যে
জমে আছে জীবন নামে বিষময় বায়ু,
অথচ তুমি সেই পুরাতন তুচ্ছ মানবী
পান থেকে চুন খসা অভিমানের বান
ব্যাকুল আসমান চোখ করুণ করুণা করে
অবিকল ঝরায় তবু তোমার তীর্থ রঙ, বাসনার গান।
এখানে চল্লিশ শেষ
তোমারও গড়িয়েছে জানি দুপুরের ধুপ
চুপ চৈতন্যে ফিরে হাত ধরো,
চলো এই ভগ্নাংশের যাতনাগুলো
যুগল জৈবিক জল করে
ঠোঁট চোখ কিংবা কোন চেনা চূর্ণ জঙ্গার কাঞ্চনে
অবিমিশ্র আনন্দে বাঁচি মরি।