আমি আমাকে ব্যক্তিগতভাবে চিনি না
অনেকেই চেনে না নিজেকে নিজে।
মহৎ কুসুমের মতো অবারিত বিতরণ করে আলো হাত
আমি সমুদ্র থেকে শূন্যের দিকে যাই।
নিশ্চিতভাবে আমার মূর্খ ব্যক্তিত্বের চেয়ে বেশি
মানুষের মুখের হাসি গুরুত্ব পায় আমার কাছে।
মানুষের সাথে মানুষের ঘৃণার সম্পর্ক দেখে বিষ্মিত হই
ধুলো অথবা ছাই, এই পরিণতি কী জানেনা মানুষ।
ব্যক্তিগত ক্রোধ ক্লেশ গভীর ঘুমের দুঃস্বপ্ন ভেবে-
ভুলে খুলে বৈশাখী চাঁদের মতো মেঘেদের করি অভ্যর্থন।
আমি তাকে উনাকে, পানি পর্বত ও প্রতারণা চিনি
কেবল কলঙ্ক বোধ, আমাকে চিনি না আমি।