আমাদের পঞ্চাশ
🟥 🟥
রাত পোহালে পঞ্চাশ হবে বিজয় ছিনিয়ে আনার
পঞ্চাশ হবে অবাক বিশ্ব, লালসবুজকে জানার
পাক খুনিদের প্রত্যাঘাতে তাড়িয়ে দেবার দিন
রাত পোহালেই সুবর্ণতে ভায়ের রক্ত ঋণ।
❑
রাত পোহালে বোনের কষ্ট, মায়ের বক্ষ জ্বালা
ভুলিয়ে দেবে এই আঙিনা, পঞ্চাশে উজ্বালা।
রাত পোহালে সুখ আনন্দে ভাসতে ভাসতে দেশ
মনে রেখো শেয়াল শকুন আজো আছে বেশ।
❑
রাত পোহালে পঞ্চাশ হবে , এই পঞ্চাশে বিষ
হারিয়েছি জাতির পিতা, কান্না অহর্নিশ
এই পঞ্চাশে হায়ানারা বারংবারের ঘাতে
দেশ মাতাকে ছিন্ন করার মেতেছে শপথে।
❑
এই পঞ্চাশে সংবিধানে কামড় দিয়ে খুনি
স্বাধীনতার মৌলবাণী সরায় গুনি গুনি
চার নেতাকে হত্যা করা, এই পঞ্চাশে ক্ষত
রাজাকারের মন্ত্রী সভা, স্বপ্ন পদানত।
❑
এই পঞ্চাশে একুশ আগস্ট, প্রতিহিংসা খেলা
জয়বাংলা স্বর নিভিয়ে দিতে আঘাত হয় নির্জলা
এই পঞ্চাশে শেখ হাসিনা, দেশরত্ন এক মেয়ে
বিক্ষত আঙুলে পিতার দৃঢ়তা নেয় চেয়ে।
❑
বঙ্গবন্ধুর স্বপ্ন সকল আশা সকল পুঁজি
এই পঞ্চাশের প্রাক-কালে দেশ আলোর পথে রোজই
শত্রুরা খুব গ্রেনেড ছুঁড়ে, বোমা পাতে পথে
হাসু আপু দেশ সাজানোর আপন মনোরথে।
❑
উন্নয়ন বা জিডিপি লোক না বুঝলেও জানে
হানাদারের চেয়ে দ্বিগুন টাকা মোদের মানে
প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, গর্বে ভরা বুক
এই পঞ্চাশের এক প্রার্থনা হাজার পঞ্চাশ হোক।
❑ ❑
প্যারিস
রাত ৩ টা ৫৫
১৬/১২/২০২১