আগন্তুক শুনছো
🔴🔴🔴🔴🔴
শব্দেরা এখন আর
মিছিলের অগ্রভাগে নাচেনা স্ফুলিঙ্গ হয়ে
বরং নেশার গেলাস হাতে মাঝ রাতে
তর্কাতীত তাপ্পড় হয়ে
বাক্য কারিগর এখন নিজেই নাচের পুতুল
কবিদের আড্ডা হয়
আড্ডাও সাহিত্য হয় পুরাতন নিয়মের বাণী
অভিমান অক্ষর হয়
যাতনার ক্ষত খায় কলমের কালি
আহা আজকাল গালাগালি, চড় চড়ে গালের আশিস
কবির মর্যাদা বুঝে সময় সংসার
শাপদের হাত যদি কুলষিত করে কবির বাম চোখ
বুকের গহনে পোষা আত্মমান
লুন্টিত করে কোন নর্দমার নীলে
এতবে ভুল সময় এতবে মিথ্যে সংসার
কতক শব্দচুর গুটিচেনা বাক্যের ব্যবসায়ী
ধ্রুব মিথ্যের ঘাতে কবিকে করেনি ছোট
আমোদের ফুঁটো ধরে আমাদের ক্লেশ কিছু
জানান দিয়ে গেল শুনো
আগন্তুক তুমি আমি কেবল এক বেসাতির জাত।