মধ্যরাতে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসআপে ম্যাসেজ এল। কোনো কোনো সময় সামান্য টুংটাং শব্দেও ঘুম ভেঙে যায়। তেমনই ঘুম ভেঙে জেগে ওঠা। বার্তায়  কী এক নিবেদন! কেমন এক নৈবদ্য!
লিখেছে -
'শক্ত দু'হাতে কেউ ধরুক আমাকে। কেশরাশি ধরে  না। বুকও না, চিবুকও না। লুকানো অস্থি ধরুক। অদ্ভুত তরঙ্গ তুলুক রক্তে। গুহার আঁধার সরাক আলো প্রজ্জ্বলিত করে। কতকাল ধরে তমস্রী সেখানে। প্রণয় আঁচড় নেই। উদ্ধত প্রলয় উঠুক দুপাড়ে। একটি দূরন্ত হাঙর এসে গিলে ফেলুক নরম করোটি উপড়ে ফেলে। কত উচ্ছ্বাস, কত উচ্ছ্বল স্পর্শ। কিছু মুহুর্ত হেমবর্ণের। কিছুটা সময় মধুময়।  পৃথিবীর সমস্ত ক্লান্তি নেমে আসুক...না...!'