ক্যামেলিয়ার গন্ধ

যে গন্ধটি মাতাল করে  ক্যামেলিয়ার মতো
সে তোমার চুল
মুহূর্তেই যেন আমি বাগানের মালি হয়ে যাই
সমুদ্রে ভাসমান জাহাজের নাবিক যেমন কেঁপে ওঠে
উত্তাল জলের ঢেউয়ে
আমি তেমনি কেঁপে  উঠে মুখ লুকাই তোমার চুলে
ভুল করে কখনও নাভীমূলে, সেখানেও মদিরার সুবাস!

তুমি জল নিতে দাও উদ্দাম ঝর্ণার মতো
তৃষ্ণার্ত ডাহুক যেমন  জল ভরে ঠোঁটে
দ্রাঘিমার দিকে মুখ রেখে,
ক্যামেলিয়ার পাপড়িগুলো খসে পড়তে থাকে                তখন দিগ্বিদিক
প্রাগৈতিহাসিক বিধ্বস্ত নগরীর যত আঁধার
নেমে আসে যেন নিষ্প্রভ সন্ধ্যায়--
আমি তখনও তোমার অবিন্যস্ত চুলের গন্ধ নিয়ে
মাতালের মতো চূর হয়ে পড়ে থাকি।

****