যত দূরেই যাই

তোমার জন্য বিকেল গুলো বিষাদ হয়ে
থাক্
আমি থাকব-- সন্ধ্যা তারায়  আকাশের
গায়,
তোমার জন্য আঁধার গুলো  থাক্
আমি নেব জোনাক জ্বালার দায়।

তুমি হবে  চিত্রিত  ভোর  সোনালি
আলোর
রোদ্দুর হয়ে আঁকব আমি রূপালি
ঝালর

আমার হোক বেদনভরা অথৈ জলে
ঠাঁই!
তুমি থাকবে হৃদ কোঠরে যতদূরেই
যাই।

~ কোয়েল তালুকদার