হাওয়ার মতো জোছনার মতো
তোমাকে নিয়ে একদিন এমন কোথাও চলে যাব যেখানে নির্জনতা ছাড়া আর কেউ থাকবে না
আমাদের দেখবে ফুল পাখি আর বন্য হরিণেরা
প্রাণে প্রাণ ছুঁয়ে বলব কথা।
আমাদের কথা ওরা কেউ বুঝবে না,
আমরা গাইব গান, সে গানে পিয়ানোর মতো
সুর তুলবে সেখানকার স্বচ্ছতোয়া নদীর জলকলরল,
নিসর্গের মর্মরে আমরা নিশ্চুপও থাকব
ঘাসের উপর শুয়ে দেখব রাতের তারার আকাশ,
তুমি বলবে -- চলো, আমরাও তারা হয়ে যাই
ঐ দূর আকাশে...
আঁধারে তখন বিপুল নৈঃশব্দ্যের স্তব্ধতা ,
কোনও কথা নেই আর কারোর
প্রেম তখন ছুঁয়ে থাকবে শরীরে শরীরে!
মহাকালের বুকে নিশ্চিহ্ন হয়ে যাবার জন্য
উন্মত্ত উদ্দীপনায় আমরা উন্মুখ হবো তখন!
আমরা ভেসে যাব রাতের গাঢ় অম্বরে হাওয়ার মতো, জোছনার মতো...