এমন একটি বারান্দা চাই ঠিক তার গা ঘেঁসে জড়িয়ে থাকবে হাস্নাহেনার ঝাড়,
যে বারান্দায় বসে দেখা যাবে খোলা আকাশ, বসে থাকব সেখানে -
কেউ এসে পাশে বসুক গল্প করুক
নিঃসঙ্গ-ভূক প্রহরগুলো দূর করুক কফি খাওয়ার আনন্দে।
একটি ম্যাগপাই বসে থাকবে ম্যাগনোলিয়ার ডালে, শুনব তার কিচিরমিচির -
নাকি দেখব তাকে যে এসে বসবে পাশে,
কী রূপশ্রী রূপ তার ! জলভরা কুঞ্চিত কেশদাম, শঙ্খের মতো সুউন্নত বুক, গোলাপের পাপড়ি জড়ানো চোখ, ক্ষীণ কটিদেশ- এইসবই দেখব, নাকি কথা বলব!
কথাই বলব তার সাথে -
কথা বলতে বলতে বিকেল ফুরিয়ে যাবে
ঝিরিঝিরি বৃষ্টির মতো সন্ধ্যা নামবে
আকাশ ফুঁড়ে চাঁদ উঠবে,
নক্ষত্ররা আলো ছড়াবে- লাক্ষারস রক্তিমায় ললাটপটকে উজ্জ্বল করে
মৃদু চন্দ্রালােকের সামনে বসে সে তখনও গল্প করতে থাকবে আমার সাথে।
একসময় চাঁদ ডুবে যাবে, তারাও হারিয়ে যাবে, ঝিঁঝি পোকারাও রিপু উম্মদনায় লুকিয়ে যাবে পাশে বেতস ঝাড়ে -
হিম কার্তিকের বিস্তৃত অন্ধকারের ভিতর
সে তখনও বসে থাকবে বারান্দায়,
কোথাও হারাবে না সে, কথাও ফুরাবে না তার , গল্পও শেষ হবে না।
~ ** ~