যদি আর কথা না হয়,
বলা না হয় ভালোবাসি;
ফিরে না আসি নিয়মমাফিক,
ভুলে যাবে?
বিস্মৃতির ছলে অতিক্রম করে যাবে আমাকে?
তবে কেন জড়ালে মায়ার বাধনে আমায়?
কেন করলে ছলনা?
তাহলে কি তোমার আছে অন্য কেহ?
যে পূরন করে আমার শূন্যতা;
কতজনের তাকে ভালোলাগে,
কজন তাকে ভালোবাসে;
কজন তার সঙ্গ চায়,
নির্দ্বিধায় সে বলে যায়।
শুনে আমার ভেতর ফাকা হয়ে যায়,
আমার হাসি মিলিয়ে যায়;
তবুও চোখ ভর্তি লবণাক্ততা নিয়ে,
আমি তাকে শুনতে থাকি।
আমার খোঁজ জানতে চাইলে
আমি বলতে পারি না,
আমার জীবন সাদামাটা।
বলতে পারি না,
কারো আমাকে ভালো লাগে না
কেউ আমায় ভালোবাসে না;
কারো আমায় ছাড়া জীবন অসম্পূর্ণ হয় না।
আমি আটকে আছি মায়ায়।
কি যে ভয়ঙ্কর মায়া........
আমি যখন তার দিকে তাকাই
আমার চোখ মুখ ভেতর...
সবটা পরিপূর্ণ হয়ে যায় মায়ায়।