মেঘ হবি তুই? বৃষ্টি হবি?
দূর পালালে কান্না হবি?
আকাশ যেমন কান্না করে,
বৃষ্টি ঝরায় খুব,
তেমনি রে তুই বৃষ্টি হবি?    
ভিজব আমি খুব।

জ্বর নামাব, তাড়সে জ্বর,
লক্ষ্মীবিলাস হবি তখন?
নয়নারে তোর নয়নঠারে,
বাসব ভালো আমরণ।

আকাশ হবি? মেঘলা আকাশ?
রামধনুকের সবটা তোর,
দোলনা হবি? দোদুল্যমান?
ভুলবি এবার? সব অভিমান।