বিদ্রূপ আর ভালোবাসা এক ঠোঁটে কিভাবে শোভা পায়?
অবহেলা আর যত্ন কিভাবে এক চোখে রাখা যায়??
এই শিল্প কি শেখাবে প্রেয়সী?
প্রেয়সী,
দূরে থেকেও কিভাবে কাছে আসা যায়, কাছে থেকেও কিভাবে পিছু হটা যায়!
এই গতিবিদ্যা র দীক্ষা কি দিবে?
তুমি কি শেখাবে,
কিভাবে যুক্তি কে হারিয়ে তোমাকে পাওয়া যায়?
পরিবার আর সমাজ কে এড়িয়ে তোমার কাছে আসা যায়?
কিভাবে হৃদয় চূর্ণ করে হৃদয়হীন দের আগমনে চূর্ণ হৃদয়ের বর্ষণ করা যায়?
তুমি কি শেখাবে,
মানুষকে কিভাবে মুদি দোকানের পণ্য বানানো যায় কিংবা ফুলের দোকানের এক তোড়া ফুলের সঙ্গী বানানো যায়?
তুমি কিছু শেখাও নি।।
হয়তো জানতে জড় বস্তুর প্রকৃতি।
উৎসর্গঃ তরিকুল তাজিম