দুই দশকের অপেক্ষা,
সহস্রাধিক কবিতা ও গানে মিশে থাকা তুমি,
আসলে হেটে জিলিয়ন শব মাড়িয়ে।
আমার খরাস্রোতা নদী, সাগরের ছন্দ, তোমার ঠোটের উপরে বসে থাকা অদ্রি, চোখের সেই আলো আটকানো ধাধা, নীলে মেশা আমার বিজয় নিশান,
আমার রক্তাজবার ভোর, মস্তিষ্কে দাবানল,ছামনি না পড়া দুপুর, আকাশ পাখির টুকটুকে লাল টিপ –আজ তারা সবাই গত।
আমি স্বপ্নচারী, আমি অলিক, আমি দাগ
ব্রহ্মার অনন্ত কালের শাপ।
আমি আমার ভিতরে আমার যাত্রা,
তুমি এসে দিলে আমার প্রেমে, পৌরণিক মাত্রা
এখন কেবলই এক শবের যাত্রা।