গোলাপের চাইতে প্রেম
যখন সস্তায় বিকে,
তবে প্রেমের সাথে গোলাপের
আদিম সম্পর্ক কী টিকে (টেকে- গাইবে)?

ঠোট গুলো খসে গেছে
স্মৃতি গুলো মুছে গেছে
রেখাংশ একে গেছে,  
সেই পিঞ্জরে।

পদ্মা টা বয়ে গেছে
কাজলেরাও মুছে গেছে
অমোঘ নিয়মে।

সিকস্তির আশা গেছে
কাটা গুলো রেখে গেছে,
সে, দারুন যত্নে।  

পাপড়িরা ঝরে গেছে, অযত্নে
হৃদয় গুলো নিদারুণ, যত্নে।।

গোলাপের চাইতে প্রেম
যখন সস্তায় বিকে,
মানবের শ্রেষ্টত্ব কী ধোপে টিকে!

অধরারা চলে গেছে  
জীবন কী থেমে আছে?
স্বপ্নরা ঝুলে গেছে,
আশারা কি বেচে আছে?????


বি.দ্র: একটি গীতি কবিতা। কেবলই প্রেচেষ্টা।