তোমাকে পেয়ে গেলে সব হিসেব মিলে যেতো।

ভলগা, হোয়াংহো কিংবা আমাজন মহা দেশীয় ব্যবধান ভুলে সাহারার দুঃখ গুছিয়ে গড়িয়ে পড়তো, আরব সাগরে।

তোমাকে পেয়ে গেলে, ল পনর হ্রদ আবার পুর্নজীবন দিতো মুছে যাওয়া সভ্যতার।

তোমাকে পেয়ে গেলে সিজার, আলেকজান্ডার, গডফ্রে, সালাদিন এমনকি চেঙ্গিস খান যুদ্ধ ভুলে তলোয়ার নামিয়ে, ঠায় দাঁড়িয়ে থাকতো শত বর্ষ।

রুদ্রে র কর তাপ মরিচিকার আশ্রয়‍ নিয়ে তৈরি করতো তোমার অবয়ব, আর এতে ডুবে থাকতো হিটলার আর মুসলমানী।

তোমাকে পেয়ে গেলে, অস্ত্র কোম্পানি তৈরি করতো পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সুগন্ধী দ্রব্য।

যুদ্ধ রত দেশে বোমার বদলে টুকটুকে লাল গোলাপের বৃষ্টি হতো আর তাতে কারো আপত্তি থাকলে ঝরে পড়তো অর্কিড কিংবা চেরি।

তোমাকে পেয়ে গেলে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়া কৃষক, বাঁচার স্বপ্ন দেখতো।

দুর্নীতি বাজ আমলা গুটিয়ে নিতো তার বা হাত।

তোমাকে পেয়ে গেলে অনেক হিসেব মিলে যেতো,
অনেক শিশু স্বপ্ন দেখা শুরু করতো,
লক্ষ কোটি মা তার সন্তান বুকে জড়িয়ে ধরে ঘুমা তে পারতো।

তোমাকে পেয়ে গেলে ভূমধ্য সাগরের পানি লাল রঙে রঞ্জিত হতো না, হিরোশিমায়  হাসির রোল পড়ে যেতো।
আর তা শুনা তো পূর্ব থেকে পশ্চিমে, এন্টার্কটিক থেকে আর্কটিকে।

তোমাকে পেয়ে গেলে, অনেক হিসেব মিলে যেতো।


ধারণাস্বত্বঃ সৈয়দা নুসরাত মাহি