অশান্ত হৃদয়ে সুধা ঢেলো না, বিধাতা।
তোমার বক্ষে একটুখানি হৃদয় ঢালো।
তুমি কী বুঝতে পারো মানবের উগরে উঠা আগ্নেয়গিরি তাপ?
বিধাতা, রক্ষা করো নিজেকে।
উত্তাপ না ভস্মে পরিণত করে তোমার প্রিয় সন্তান, সৃষ্টি কে।
বিধাতা,রক্ষা করো নিজেকে।
আমার না হয় নির্লিপ্ত তুমি আছো, তোমার কে আছে?
কী অসহায় স্বয়ং তুমি! একবার ভাবো বিধাতা।
নিজের বক্ষে সিকি ভাগ হৃদয় ঢালো বিধাতা।
তবে তুমি বুঝতে পারবে,মানব হৃদয়ের ব্যথা।
কী অসহ্য জ্বালা এতে!
এই অসহ্য বিষ তোমাকে খসিয়ে দিবে কোনদিন, নিজেকে দয়া করো বিধাতা।
প্রসারিত করো তোমার গুটিয়ে নেওয়া হাত, পচন ধরবে তো এমন নির্লিপ্ত হাতে!
যেমন করে হৃদয় শূন্য হয়েছ তুমি।