পাখি,
স্বাধীনতা মানে, তোমার ডান থাকা না।
স্বাধীনতা মানে, ডানা ঝাপ টানো।
পাখি,
স্বাধীনতা মানে, এক ডাল ছেড়ে অন্য ডালে বসা না।
স্বাধীনতা মানে তোমার বসার অধিকার, তোমার অনেক খানি সুখ আর কিছুটা ডালের দুঃখ।
পাখি,
স্বাধীনতা মানে, শত বর্ষ চোখের পলকে ভুলা না।
স্বাধীনতা মানে, সময়ের সাথে সন্ধি।
পাখি,
স্বাধীনতা মানে, সাগর কে ভুলতে পাহাড়ের প্রেমে পড়া না।
স্বাধীনতা মানে, কাউকে তোমার যাত্রা র উপকরণ না বানানো।
পাখি,
স্বাধীনতা মানে, কারো একছত্র আধিপত্য নই।
স্বাধীনতা, একের চোখে অন্যের নির্ভরতা।
পাখি,
স্বাধীনতা মানে, কাউকে পঙ্গু করা না।
স্বাধীনতা, আমার বিপদে তোমার বাড়ানো হাত।
পাখি,
স্বাধীনতা মানে, তোমার আর আমার বর্ণ এক হওয়া না।
স্বাধীনতা মানে, পাহাড়ি- বাঙালি, করিম-প্রবালের হাতে হাত ধরে চলা।
পাখি,
স্বাধীনতা মানে, কাউকে আবৃত কিংবা অনাবৃত করা না।
স্বাধীনতা, একটি কাপড় কে হারিয়ে মানুষ হয়ে ওঠা।
পাখি,
স্বাধীনতা মানে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার না।
স্বাধীনতা মানে মানবের বুক, ছানি মুক্ত আকাশের চোখ।
পাখি তোমার ই বা কী দোষ?
এতো ক্ষমতা বানের সুখ, ক্ষমতাহীনের দুঃখ।