এই যে এতো ভালোবাসা জমাও বুকের কোনে!
এই যে এতো অপেক্ষা, এতো আক্ষেপ জমাও!
তীব্র যন্ত্রণা জেনেও বারবার ফিরে আসো তার কাছে।
বুকের মাঝে লালন করো তাকে।
এই যে অন্তহীন উপেক্ষার পরেও তার কথা ভাবো তুমি।
তার জন্য চোখের কোনে জমাও শিশির বিন্দু।
সে কি তা বুঝতে পারে?
সে কি তা বুঝতে চায়?
তুমি জানো, সে বুঝতে চায় না।
শুধু অজানা নক্ষত্রের ভিড়ে তুমি খুঁজে চলো তাকে।।