চারিদিকে দেখছি চেয়ে
হরেক রকম খাবার,
কোনটা ছেড়ে কোনটা যে খাই
করবো সবই সাবার।
ভোজন রসিক বাঙালি
ভাই, খেতে ভালোবাসি
হরেক রকম খাবার দেখে
মুখে চওড়া হাসি।
নানান দেশের নানান খাবার
আছে ঢাকাই, চাইনিজ,
ঘটি বাঙালের লড়াই চলে
চিংড়ি নাকি ইলিশ।
নবদ্বীপের দই, আছে
রসগোল্লা বাগবাজারের,
সীতাভোগ ও মিহিদানা
আর ল্যাংচা শক্তিগড়ের।
খাবার দেখে জীভে জল
গন্ধ আসছে নাকে,
খাই-খাই উৎসবে তাই
ভোজন সবার আগে।
শীতের আমেজ পড়েছে ভাই
নতুন গুড়ের পায়েস,
পিঠে পুলি, পাটিসাপটা
খাবো করে আয়েস।
সবের মাঝে একটি জিনিস
এড়ায়নি তো চোখ,
কচি পাঁঠার মাংসও আছে
পোলাওটাও নাহয় হোক।
খাওয়া দাওয়া চলছে চলুক
হেঁসেলে জ্বলুক আলো,
সবার পেটেই খাদ্য জুটুক
সবাই থাকুক ভালো।
****************