বিশ্বজুড়ে নির্বাক ঘুরছি ভবঘুরে আমি,
পাঠশালা মোর মুক্ত বিশ্ব মনুষ্যত্বটা দামী।
ধনী গরীব নেইকো বিভেদ মানুষ সবার আগে,
জাত ধর্মের বিভেদ মুছে মানবতা জাগে।
জীবন পথে সরছে বাধা লড়াইয়ের আসরে,
মরছে মানুষ আজও কোথাও অনাহারে।
বহুপথ ঘুরে ফিরে কাঙালের বেশ ধরি,
ইচ্ছে মতো হারাই সুযোগ বারণ শোনায় ঘড়ি।
ভবঘুরে জীবন এখন মানুষ চেনায় রোজ,
মাটির বুকে চিহ্ন রাখে দিনবদলের খোঁজ।
*************************