সময়ের কাঁটা চলছে বিপরীতে
শ্রমিকের আর্তনাদ চাপা পড়ে ধুলোয়,
গরম ভাতের গন্ধে বাতাস ভারী
স্বপ্নে সে ভাত, আগুন নিভেছে চুলোয়।
কর্মহীন মানুষ ছুটছে সকাল রাত
এই হৃদয় আজ ক্ষতবিক্ষত,
জীবন বাঁচাতে জীবিকা গেছে হারিয়ে
বাঁচার আশায় ছুটছে অবিরত।
দমকা হাওয়ায় ভাঙলো তাসের ঘর
কাজ হারিয়ে পথেই দিনমজুর,
ভুখা পেটে চলছে বাঁচার লড়াই
স্বপ্নে, ভাতের গন্ধ লাগে মধুর।
******************