তুমি দেশ ছেড়েছো, স্বাধীনতা অর্জনে হয়ে দেশের নেতা,
ভারতের বীর, উন্নত শির ব্রিটিশে ঝোঁকাওনি মাথা।
তুমি মাটির বুকে পদচিহ্ন এঁকে গড়েছিলে সেনা শয়ে শয়ে,
লড়াইয়ের ডাকে রক্ত চেয়েছিলে স্বাধীনতার বিনিময়ে।

তুমি নেতাজি, অগ্নিশিশু, ভারতের গর্ব,
তুমি নেতাজি, স্বাধীনতার নাম, বিশ্বাসের স্বর্গ।

তুমি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছো দিয়ে রণ হুংকার,
শিরদাঁড়া সোজায় বাঁচতে শিখিয়েছো ছিনিয়ে নিতে অধিকার।
তুমি অবহেলিতের সাহস জুগিয়েছো কন্ঠে দিয়েছো শান,
দেশবাসীকে ভরসা জুগিয়েছো করতে ব্রিটিশের অবসান।

তুমি নেতাজি, প্রতিবাদের নাম, বিশ্বাসের অভিমুখ,
তুমি নেতাজি, শত্রুর ত্রাস, তোমাতে সর্ব সুখ।

তুমি শিখিয়েছো এগিয়ে যেতে উপেক্ষা করে লাল চোখ,
দাসত্ব নয় বাঁচার অধিকার স্বাধীনতার মন্ত্র হোক।
তুমিই নেতা নেতৃত্বের নাম, দেখিয়েছো আলোর দিশা,
তোমার দেখানো পথেই এগোবো জাগিয়ে মনে আশা।

তুমি নেতাজি, ভরসা জোগানো, নতুন দিনের রবি,
তুমি নেতাজি, ভারতের বীর, হৃদয়ের প্রতিচ্ছবি।
*******************************