জীবন যুদ্ধে ব্যর্থ হলে বারংবার,
দুমরে, মুচরে হলে ছারখার,
তবু হাল ছেড়োনা।

অমাবস্যার অন্ধকার যখন ঘিরে ধরবে ,
পূর্ণিমার চাঁদের অপেক্ষায় থেকো,
তবু হাল ছেড়োনা।

প্রতিহিংসার আগুনে দগ্ধ যখন,
কার্বন-ডাইঅক্সাইডের সন্ধান করো অবিরত,
তবু হাল ছেড়োনা।

মারণ ব্যাধির শিকার হলেও,
আশা রেখো সুস্থ হওয়ার,
তবু হাল ছেড়োনা।

পথ চলতে হোঁচট খাবে ,
উঠে দাঁড়িয়ে হাঁটবে আবার,
তবু হাল ছেড়োনা।

***************https://youtu.be/nWBrDVydh_g