ক্লান্ত বিকেলের আবছা আলোয়
সাগরের ঢেউ আছড়ে পড়ে,
চাতক জলের আশায় ছোটে
আকাশ ঢাকা মেঘেদের ভিড়ে।
ঝোড়ো বাতাস উড়োয় ধূলো
অভিমানি মন স্বপ্ন মোছে,
জীবন যুদ্ধে লড়ছে লড়াই
মন শুধুই দোসর খোঁজে।
ছুটছে জীবন আপন ছন্দে
মানুষ চিনছে রোজ,
খসছে মুখোশ মুখের আদল
শুধু মনুষ্যত্ব নিখোঁজ।
****************