আমরা যারা ভীষণ রাগে গর্জে উঠছি রাত্রি দিন,
বদলে দেবো সমাজটাকে গড়বো তুলে দুর্নীতি হীন।

সমাজ দেখে মুচকি হেসে বলছে ওরে সময় ঘড়ি,
পিছন ফিরে চিনিয়ে দেনা কর্ম কেমন আহামরি।

দিন বদলের স্বপ্ন দেখা দিন মজুরও মুচকি হাসে,
অশ্রু মুছে বিধবা মা প্রতিশ্রুতির গল্পে ভাসে।

পথের বুকে বাড়ছে দেখো আমার দেশের ভবিষ্যৎ,
মাথায় ছাদের স্বপ্নে ভাসে স্বজন হারানো শৈশব।

তবুও আমরা উঠছি গর্জে ভীষণ রাগে রাত্রিদিন,
বদলে দেবোই সমাজটাকে করবো তুলে হিংসা বিহীন।

অট্টহাস্যে হাসছে কৃষক বলছে এমন কতই দেখি!
আমার ভালো বুঝবো আমিই দিনবদলের স্বপ্ন মেকি।

হয়তো একদিন সত্যিই ঘুচবে আমার ভাইয়ের পেটের খিদে,
বেকারত্বের মিটবে জ্বালা এগিয়ে চলার লক্ষ্যভেদে।

তখন আবার উঠবো গর্জে স্বপ্ন কেমন সত্যি হয়,
আগামীর শিশুর হাতেই সমাজ হোক মুক্ত ভয়।
*************************