আজ বদলের ভিড়ে বদলেছে সব ফিকে গোধূলির মায়াবী রঙ,
ঘোমটায় ঢাকা মেঘের প্রাচীরে ক্ষত বিক্ষত শরীর সেজেছে সঙ।
হিংস্রতার চরম সীমায় পৌঁছে গেছে মানবজাতি,
আদিম মানবের বর্বরতার যেন জ্বলন্ত জিয়নকাঠি।
শতকের পর শতক চলে যায় মুখোশের ভিড়ে মানুষ থাকে,
প্রতিহিংসার কাম লালসায় জীবন্ত লাশ পুড়তে থাকে।
মানুষ রূপী দানবের ভীড়ে সমাজের রন্ধ্রে ঘুন ধরেছে,
প্রাণ কেড়েছে কোলের শিশুর মনুষ্যত্বের তার ছিঁড়েছে।
বর্বরতার বিনাশ ঘটুক ধ্বংসলীলা বন্ধ হোক,
সুস্থ সমাজ আসুক ফিরে মনুষ্যত্বের কাব্য হোক।
*****************************