মনের কোণে বসন্ত লেগেছে,
আম্র মুকুলের সুবাসে মুখরিত
হৃদয় পলাশের রঙে সেজেছে,
মনের কোণে বসন্ত লেগেছে।
এই বসন্তে আকাশের মুখ ভার,
চিলেকোঠায় তপ্ত দুপুর
পরাধীনতার শৃঙ্খল ভাঙে রোজ
বাতাসে ভাসে স্বাধীনতার সুর।
আজও ডাকে কোকিল
বসন্তের কুহু কুহু সুরে,
ভুখা পেটে স্বপ্ন দেখে মন
জয়ের সূর্য উঠবে আগামীর ভোরে।
নানা রঙে উঠছে সেজে মন
খুশির দিনের বাদ্যি বেজেছে,
ধর্মের রঙ গিয়েছে দূরে সরে
মনের কোণে বসন্ত লেগেছে।
****************