মহাশূন্যের ওপারে যাচ্ছে চলে পার্থিব  জীবন,
মুকুট রয়েছে পড়ে তবু নৃপতি স্মরণ।
কালো মেঘে আকাশ ঢেকেছে আবার,
অশ্রুর সাগরে ডুবে যায় মনুষ্যত্বের আকার।
মহাশূন্যে ভেসে চলেছে তারার মেলা
জীবন যুদ্ধে পরাজিত, পায় অবহেলা।
শিখরে ছুঁয়েছে থমকে পথ চলা
নতুন করেই সৃষ্টি হোক সরিয়ে অবহেলা।
এমনভাবেই পথ চলে যায় অভিসারে,
আজও জীবন উওর খোঁজে মহাশূন্যের ওপারে।
*********************