মাটি ছুঁয়ে শপথ নিয়েছো
লড়াই করেছো বাঁচার,
সোনার ফসল ফলানো হাতে
কাস্তে ধরো আবার।
সময় এসেছে ছিনিয়ে নাও
অধিকার ফেরাও নিজের,
বুঝিয়ে দাও সমাজের পাতে ভাত
তোমার ফলানো ধানের।
তোমার ফসল কিনছো তুমি
মূল্য বাড়ছে রোজ,
তোমার পেটে অন্ন নেই
কেউ নেয়নি খোঁজ।
শান দাও ভাই কাস্তেটাতে
বোঝাও তোমার ক্ষমতা,
লড়াইয়ের মাঝে কাস্তে উঠুক
উচ্চে থাকুক মাথা।
কৃষকের মুখে রক্ত ঝরেছে
জবাব দাও এবার,
সম্মান বাঁচুক তোমার হাতেই
ছিনিয়ে নাও অধিকার।
****************